কবিতা || অরুণ দাস || Z - চেতনার কবিতা
Z - চেতনার কবিতা
..............................
তেইশ .
একফালিতে ঝরে পড়লি তুই
মেঘলা আকাশে
পাহাড়ি সুর ফেলা
এক ফালি রোদ
সূর্যের ঘোর ভাঙলে ,
অনায়াসে শিখি বনপথ
বুনোপথ
শরীরী পাতার মর্মর ৷
ভালোবাসা যেন পথের স্মৃতি
বুকের গোপন গাছ
মুগ্ধ আগুনে চিনে নেওয়া
আয়নার
হাঁটাপথ
তুমুল বৃষ্টি রাতে
পা ফেলা অন্ধকার ৷
চব্বিশ .
ঘন রাত ঘন চাঁদ
ঝরে পড়ে
শীতল অন্ধকার
তোর শরীরে ছোট্ট সফর
বুকের পাহাড়ি পথে
চুঁইয়ে আসা রোদ
ভোরের শিশিরে শিখে যাওয়া
নীল নাভির গন্ধ
মনের আগুন রাত
চিনে নেয়
স্বপ্নহীন সন্ধ্যে
নিঝুম অন্ধকারে
শরীরী উল্কাপাত ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন