কবিতা || অরুণ দাস || Z - চেতনার কবিতা
Z - চেতনার কবিতা
..............................
কুড়ি.
তুই হাসলেই একফালি রোদ
উধাও হই ফেরার পথে
ভালোবাসা লেগে থাকে ,
পাতাহীন বরফ মেঘে
মৃদ্যু জ্যোৎস্নায়
চাঁদ নামে
আলোমাখা মুখস্থ শরীরে ৷
একুশ.
একাকার বনপথে লিখি সবুজ
রাত যেন ভূত শেখা অন্ধকার
আবৃত শব্দহীন নিঝুম
জলের শব্দে ভেসে যায় ,
আসন্ন সোহাগী রাত
তুষার সন্ধ্যের ছায়াদের ডাকে
তোর চোখের কাজলে আঁকা
চাঁদ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন