কবিতা || অরুণ দাস || Z - চেতনার কবিতা
Z - চেতনার কবিতা
.Z - চেতনার কবিতা
..............................
আঠারো .
ভাঙতে ভাঙতে একদিন
ধূলোমাখা নদী
শুয়ে থাকে
সূর্য মাখা অন্ধকারে ৷
ভাঙতে ভাঙতে একদিন
নীল বাতাসের ডাকে
পাল্লা দেওয়া রাতঘুম ৷
ভাঙতে ভাঙতে একদিন
সূর্যোদয় শেখে
কুয়াসা মাখা শূন্য মাঠ ৷
সফর শেষে ......
উচ্ছ্বাস ভরে যাওয়া অক্ষরে
লিখে রাখি নিঝুম গান
বর্ণমালা শেখে
অলৌকিক প্রাণ ৷
ঊনিশ .
আজ
সোহাগী স্বপ্ন ঘিরে
হিম বাতাস লিখে রাখি
তোর শূন্য শরীরে ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন