কবিতা || অরুণ দাস || Z - চেতনার কবিতা
Z - চেতনার কবিতা
Z - চেতনার কবিতা
.................
নয়.
হাঁটতে হাঁটতে একদিন,
শান্ত সমুদ্র
ঢলে পড়ে
সূর্যনীল আকাশে ৷
মায়াবী ঢেউ-এর ডাকে,
উড়ে যায়
সোনালী জলের
ঘুমহীন
ঘুম পাখিরা।
.... শান্তি যেন
শীতরাতের
সোহাগী ডাক
নীল জল
ছুঁয়ে থাকা
নির্জন চাঁদ৷
দশ .
বুক ছোঁয়া দুপুর
রোদ খুলে দিই তোর কপালে
ঘামের মধ্যে চিনে ফেলি,
টুকরো নারীদের তৃষ্ণা ৷
মুগ্ধ আগুন ছুঁয়ে যায়
পাখিদের ছায়া
ক্রোধের আগুনে ফাগুন
আঁকে,যে কুমারী রোদ
জলের জঙ্গলে শুকিয়ে
যাওয়া হ্রদ ৷
মাতাল পথে
এঁকে বেঁকে ঝরে পড়া বদ্ধ
বাতাস ৷
গুপ্ত গিরিখাত
সতর্ক সোহাগ মাখে
সোনালী
ডানার বুকে ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন