শব্দব্রাউজ ২৪৭ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse, Nilanjan Kumar
শব্দব্রাউজ ২৪৭ । নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা ২০ ।৭। ২০২১।সকাল ১০টা ১০মিনিট ।
শব্দসূত্র: করি অপরাধ, অপরাধী
১। করি অপরাধ
সজ্ঞানে অজ্ঞানে
করি তন্ঞ্চকতা
নিজের সঙ্গে
নিষ্ঠুর জীবন এই
শুধু অপরাধ করে যায় ।
২। অপরাধী জীবনে শুদ্ধতা চাওয়া
হাস্যকর ।
বিবেক জেগে উঠলেও তাকে
দমন করি ।
অপরাধী সময় মানে না
কিছুই
শুধুই নিজস্ব আকুতিতে
অপরাধ করে ।
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা ২০ ।৭। ২০২১।সকাল ১০টা ১০মিনিট ।
শব্দসূত্র: করি অপরাধ, অপরাধী
১। করি অপরাধ
সজ্ঞানে অজ্ঞানে
করি তন্ঞ্চকতা
নিজের সঙ্গে
নিষ্ঠুর জীবন এই
শুধু অপরাধ করে যায় ।
২। অপরাধী জীবনে শুদ্ধতা চাওয়া
হাস্যকর ।
বিবেক জেগে উঠলেও তাকে
দমন করি ।
অপরাধী সময় মানে না
কিছুই
শুধুই নিজস্ব আকুতিতে
অপরাধ করে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন