শব্দব্রাউজ ২৪৫ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse, Nilanjan Kumar
শব্দব্রাউজ ২৪৫ || নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা ১৮।৭।২০২১। সকাল ৮ - ৪০ মিনিট ।
শব্দসূত্র: দিগন্ত অন্বেষণ
দিগন্ত ফুরিয়ে যেতে পারে না । সীমারেখাহীন
এই দিগন্তের স্বাদ পেতে আমরা লালায়িত ।
দিগন্তের স্বাদ মিশে থাকে মনে । গড়ে ওঠে
আনন্দ ।খুশি । আকাশ জুড়ে চাঁদের খেলা
কিংবা সূর্যের ঘোড়া ছোটানো প্রতিদিন
দেখেও আশ মেটেনা ।
অন্বেষণ সকলের ভেতর থাকে না । ক্লান্তিকর
জীবন বয়ে নিয়ে যেতে যেতে তারা অভ্যস্ত ।
অন্বেষণ নিয়ে বাঁচতে বাঁচতে শুধু তার তর্জমা
হয় । অন্য কিছু নয় ।
শব্দসূত্র: দিগন্ত অন্বেষণ
দিগন্ত ফুরিয়ে যেতে পারে না । সীমারেখাহীন
এই দিগন্তের স্বাদ পেতে আমরা লালায়িত ।
দিগন্তের স্বাদ মিশে থাকে মনে । গড়ে ওঠে
আনন্দ ।খুশি । আকাশ জুড়ে চাঁদের খেলা
কিংবা সূর্যের ঘোড়া ছোটানো প্রতিদিন
দেখেও আশ মেটেনা ।
অন্বেষণ সকলের ভেতর থাকে না । ক্লান্তিকর
জীবন বয়ে নিয়ে যেতে যেতে তারা অভ্যস্ত ।
অন্বেষণ নিয়ে বাঁচতে বাঁচতে শুধু তার তর্জমা
হয় । অন্য কিছু নয় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন