মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

শব্দব্রাউজ ২৪০ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse, Nilanjan Kumar

 শব্দব্রাউজ ২৪০ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse, Nilanjan Kumar



শব্দব্রাউজ ২৪০ || নীলাঞ্জন কুমার

বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা ১৩।৭।।২০২১।সকাল ৯টা ৪৫মিনিট ।


শব্দসূত্র:  মারো টান


হেঁই মার বলে যেই টান
দিয়েছি সেই টানে সব
তছনছ হবে বলে মনে
হলেও হয় না । শুধু নড়েচড়ে
বসে প্রেরণা । শুধু পন্থা খোঁজে
বাঁচার।


টানের হাজারো বিপত্তি । স্নেহ
শ্রদ্ধা প্রেম দোলা দেয় । হেঁইয়ো
বলে তাই নিজেকে নাড়ানোর
চিন্তা পেয়ে বসে । ভুল বোঝার
জীবন গ্রাস করে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...