হাত
সায়ন বক্স
১.
আমি যার হাত ধরব বলে হাত বাড়িয়েছি
তার হাত'ই কাঠ হয়ে গেছে
এরপর আর কেউ হাত বাড়ায়নি-
বন্ধুত্বের
ভালবাসার
সহানুভূতির
বাড়িয়েছে শুধু
স্বার্থপরতার
অবহেলার
হাত
২.
এখন
কেউ নেই
এপাশে
ওপাশে
না
কেউ নেই
রাত্রি বড়োই নিষ্ঠুর
আমি এক বুক মাটি নিয়ে, মিশতে চেয়েছিলাম
কিন্তু পারিনি
ভালো বন্ধু হতে
ভালো লেখক হতে
আমি চাই, একটা ঘর
একটু নিজেস্বতা
এক মুঠো আলো গেলে পড়ুক দক্ষিণ জানালা দিয়ে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন