বুধবার, ৭ জুলাই, ২০২১

সংকল্প ফাউন্ডেশনের সামাজিক সচেতনতা || ড.শান্তনু পাণ্ডা, Sankalpa Foundation

 সংকল্প ফাউন্ডেশনের সামাজিক সচেতনতা 



গতকাল মেদিনীপুর সদর ব্লকের নয়াগ্রাম বেনশুলী শবর পাড়াতে স্বাস্থ্য সচেতনতা ও স্বাস্থ্য পরিক্ষা, সুগার পরিক্ষা করা হয়। তাতে ৪০ জন মহিলা ও ১২ জন শিশু স্বাস্থ্য পরিক্ষা করান। সেই সঙ্গে ৮৫ জন শিক্ষার্থীর হাতে ৪টি  খাতা, পেন ও টিফিন তুলে দেওয়া হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার লোধা উন্নয়ন সেলের প্রতিনিধি উদয় চন্দ্র কোটাল, লোধা /শবর কল্যান সমিতির মেদিনীপুর সদর ব্লকের সভাপতি জগদীশ মল্লিক, সমাজ সেবি সেক এজাবুল। স্বাগত ভাষন দেন সম্পাদিকা পারমিতা সাউ, অনুষ্ঠানের সাফল্য কামনা করে বলেন প্রধান উপদেষ্টা গোপাল সাহা ও উদয় কোটাল। "নারীদের স্বাস্থ্য ও আমদের কর্তব্য " এ বিষয়ে আলোচনা করেছেন  প্রাবন্ধিক, গবেষক ও অধ্যাপক ডঃ শান্তনু পাণ্ডা। "গর্ভাবস্থায় আমদের কি কর্তব্য " অর্থাৎ প্রাক প্রসব পরিচর্যা বিষয়ে আলোচনা করেছেন স্বাস্থ্যদপ্তরের এ. এন. এম দিদি ও ASHA দিদি। যারা সময় গ্রামীণ মহিলাদের সুস্বাস্থ্য নিয়ে কাজ করেন। উপস্থিত সবাই কে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন পিন্টু সাউ। এছাড়া উপস্থিত ছিলেন মুক্তি গিরি, মুনমুন ঘোষ, প্রতিমা রানা, নিলঞ্জনা সাউ, শোভন রানা, রোহন গিরি, বৃষ্টি সাউ , বীজয় দাস, অরিত্র দাস।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...