বিষকন্যা
সেখ আমিরুল ইসলাম
অন্তহীন পথ ধরে বেরিয়েছি অনেক,অনেক আগে,
কুয়াশায় ঝাপসা পথ,দৃষ্টি মলিন,অনড় পদদুটি,
তবু চলেছি সেই দূর্গম তমসাবৃত দিনে অবিরত,
তোমার অস্পষ্ট এক ছায়া দেখেছিলাম এক শতাব্দী আগে।
উর্বশী দেখিনি,তোমায় দেখেছি দূর থেকে,
ছায়াপথের উপর,অস্পষ্ট আলোকে,চেতনার ওপারে,
চোখ ছাড়াই দেখেছিলাম ওই দিব্য কায়া।
সেই অপরাধে আজও দৃষ্টিহীন,অন্ধ।
তুমি অবিনশ্বর দেহ নিয়ে হেটে বেড়িয়েছ,
কত স্বপ্নের ভিতর,কত যুগ ধরে,ইয়ত্তা নেই তার,
চন্দ্রাহত কত প্রেমিক আজও তোমার প্রশস্তি গায়,
তুমি আম্রপালি,সবার,তবু কারো নও।
হয়তো তোমায় দেখেই ঈশ্বর সৃষ্টি করেন শ্রেষ্ঠতম সৃষ্টি,
শ্রাবনের অবিশ্রান্ত বৃষ্টি তোমারই কায়ায় পড়ে
সবুজের চমৎকারিত্বে ভরে তোলে ধরা,
তুমি নামহীন,কায়াহীন,তবুও নামী, অপরুপা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন