আজও সে কথা বলা হয় নি
হরেন্দ্রনাথ সিং
আমার অজান্তে…
কখন যে তুমি আমার মনের মনিকোঠার দেওয়ালে,
পেরেক পুঁতে দিয়েছিলে বুঝতে পারিনি।
সেই আঁচড়ের দাগ এখনো আছে,
তোমাকে আজও বলা হয় নি।
একদিন একটি গোলাপ কিনেছিলাম,
মনের খেয়ালে।
খুব যত্ন করে রেখেছিলাম অনেক দিন।
পাপড়ি গুলো ঝরে পড়লো,
সময়ের সঙ্গে তাল মিলিয়ে।
কেন কিনেছিলাম,
সে কথা আজও বলা হয় নি।
তোমার দেওয়া উপহার ঘড়ির হৃদয়ের শব্দ…
আমার কানে ভেসে আসে,
তোমার পায়ের নুপুরের শব্দ হয়ে।
আজও সে কথা বলা হয় নি।
জানালা দিয়ে জ্যোৎস্নার ঢেউ,
এসে পড়ছে বিছানায়।
আমি জানালা দিয়ে দেখছি তোমাকে।
ভাদ্র মাসের পূর্ণিমার রাতে,
তুমি ভিজচ্ছ জ্যোৎস্নায়।
সেদিন জেগে ছিলাম সারা রাত,
চোখে ঘুম আসেনি।
আজও সে কথা তোমায় বলা হয় নি।
জানো, অনেক সময় এমন হয়েছে…
চোখ খুললে সামনে তুমি,
চোখ বুজলে অন্তরে।
দিবা নিশি আচ্ছাদিত,
আমি থাকি কোন খানে?
হৃদয় আন্দোলিত হয়েছে অনেক খানি,
আজও সে কথা বলা হয় নি।
বিশ বছর পর দেখা হল তোমার সঙ্গে,
শ্যামবাজার মোড়ে।
যে সাজে তোমায় দেখবো বলে ভেবেছিল আমার মন,
আমার চক্ষু যুগল খুঁজে পেল না,
তোমার সেই আভরণ।
কেন তুমি একা আছো?
সেই কথা জিজ্ঞেস করা হয় নি।
আমি কেন একা,
আজও সে কথা বলা হয় নি।
অনেক না বলা কথা রয়ে গেছে মনের ডাইরিতে…
ডাইরির পাতাগুলো আজ হালকা বাদামি হয়ে গেছে,
মাথার চুলগুলোও আজ সাদা।
চোখে মোটা কাঁচের চশমা,
মনটা আর তেমন সবুজ নেই,
তবে, স্মৃতিটা এখনো কিছুটা তাজা।
মধুর স্মৃতি গুলকে সাজিয়ে রেখেছি,
থরে থরে অন্তরে।
আমাদের স্মৃতি গাঁথা।
আজও সে কথা বলা হয় নি।
খুবই সুন্দর হয়েছে।
উত্তরমুছুনধন্যবাদ!
মুছুনঅসাধারন লিখেছিস ভাই।
উত্তরমুছুনধন্যবাদ!
মুছুনএই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
মুছুন