নীলিমা সাহা-র আটপৌরে ৭০-৭২
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems
নীলিমা সাহার আটপৌরে
৭০)বহতা তীরেই বাঁশবন
ডোমকানার
দল ছড়ানো আঁধারে রণ-পা
৭১) বাঁশঝাড়ের ফোকর গলে
জ্যোৎস্নাহাসি
বাংলা জুড়ায় ঝুমকো-জবার স্পর্শে
৭২) ঈশ্বর আর ঐশ্বর্য
শ্বেত-উত্তরীয়
নির্মল আকাঙ্ক্ষার মানব দুয়ার
কলমে বহতা নির্মল শুভেচ্ছা জীবনে বহতা হবে একদিন।
উত্তরমুছুন