নীলিমা সাহা-র আটপৌরে ৬৭-৬৯
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems
নীলিমা সাহার আটপৌরে
৬৭) হাঁটা ও হোঁচট
যতোধিক
বিনির্মাণের বিশাল ব্যাদন ততোধিক
৬৮) অদৃশ্য চাকা-রহস্য বুঝেও
কর্ণের
উত্তর---দাঁড়াও, চাকাটা তুলি
৬৯) আলো ও অভিজ্ঞান
সঙ্গসুখে
ভালো থাকে,ভালো রাখে
চাকা না তুললে জীবনমৃত্যু গড়াবে কি করে?
উত্তরমুছুন