নীলিমা সাহা-র আটপৌরে ১২১-১২৩
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems
নীলিমা সাহার আটপৌরে
১২১) দহন । ব্যাধি । দীর্ঘশ্বাস
< বিরহ >
রাতের শিয়রে নীল ব্যথা
১২২) মন ।স্বপ্ন । ইচ্ছে
ছুটছে
ট্রাফিক সিগন্যালেও অদ্ভুত চালক
১১৩)স্বাধীনতার ছিন্ন শির
করুণা
জাগলেও পরবাসে অহিফেনময় যাপন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন