নীলিমা সাহা-র আটপৌরে ১১৫-১১৭
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems
নীলিমা সাহার আটপৌরে
১১৫) সময়-অসময় নেই বৃষ্টির
ছাতাহীনমাথা
জাবর কাটে পথের দাবি
১১৬) পথ < চরৈবেতি > বাতাস
ঘুরপাক
পায়ে পায়ে সময়ের প্রতিধ্বনি
১১৭) রূপসা-পার অপ-রূপকথা স্পর্শবর্ণ
তৃষ্ণাধ্বনি
রিনিরিনি বাজে চলিষ্ণু সনেট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন