নীলিমা সাহা-র আটপৌরে ১০৯-১১১
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems
নীলিমা সাহার আটপৌরে
১০৯)পাক খেয়ে খেয়ে
রথ-রশিটি
পুরোধায় শুধু স্পর্শের স্পর্ধায়
১১০) ব্লু-স্ক্রিন জুড়ে প্রেমপরিক্রমা
দিলখুস-ভোর
থৈ থৈ হাঁটে প্রত্যয়-প্রকৃতি
১১১) চোখ থাকতেও অন্ধত্ব
আলোর-সাঁতার
একের ভেতর অধিক এক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন