নীলিমা সাহা-র আটপৌরে ৫৫-৫৭
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems
নীলিমা সাহার আটপৌরে
৫৫) দ্বন্দ্ব । সংশয় । সন্ধিৎসা
বাঁকবদল--
উত্তরণ হাঁটে অযোধ্যা ভূমিতে
৫৬) পথ । জনরোল । যন্ত্রযান
তিতিক্ষা
অঞ্জলিতে ব্যঞ্জিত পথদীর্ণ জীবন
৫৭)অক্ষরই অমোঘ জ্ঞানোজ্জ্বল
দিনান্ত
লেখে উজ্জীবন। দ্রোহসময়।দাহপত্র
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন