নীলিমা সাহা-র আটপৌরে ৯৭-৯৯
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems
নীলিমা সাহার আটপৌরে
৯৭) কেয়ার-অফ বদল হলে
ঠিকানায়
দাগ রেখে দেয় ডাকবাক্স
৯৮) হৃৎপিণ্ড ।রক্তপথ ।শুদ্ধ-অশুদ্ধ
বহতা-ধারায়
নিরুচ্চার থাকে ইচ্ছের উচ্চারণ
৯৯) দিন পিছু হঠতেই
বর্তমান
অতীতের,জীবনের রিহার্সাল এভাবেই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন