নীলিমা সাহা-র আটপৌরে ৮৮-৯০
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems
নীলিমা সাহার আটপৌরে
৮৮) রথের রশির টানে
সালবেগ-কবি
আর বলগন্ডির চিরায়ত অপেক্ষা
৮৯) রথাসনে নিষ্পলক ঠুঁটো-জগন্নাথ
নয়নপথগামী
পুণ্যার্থীর ঢল ছোটে পুণ্যলোভে
৯০) মাসিগৃহ নয়,পৌর্ণমাসি
হায়
ভাসে রসধারায় ভাসে রথ-রশি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন