নীলিমা সাহা-র আটপৌরে ৭৯-৮১
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems
নীলিমা সাহার আটপৌরে
৭৯) আশ্চর্য মাৎস্যন্যায়---মেদিনীপুর !
যুধিষ্ঠির
ফিরে দ্যাখে নীরব নিধন
৮০) হ্যাঁচকা টানে খুলবেই
কাগুজে-মুখ
ঈশানে ভদ্রাসনে তখন পূর্বাস্য
৮১) সূর্যাস্তের তাপটুকু ধ্বনিত
চন্দ্রকোষ-ধুন!
নদীর গহীনে,ধুনি জ্বলে
সবার চিৎকারকে রূপ দিচ্ছেন কবি
উত্তরমুছুন