*মেদিনীপুরের মহিলা কলেজের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক ওয়েবনিয়ারে যোগ দিলেন বাংলাদেশের ঢাকার অধ্যাপক || সংস্কৃতি সংবাদ
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর || রাজ্যে নারী শিক্ষা প্রসারের অন্যতম অগ্রগন্য, স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিম মেদিনীপুর জেলা অবস্থিত রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়(স্বশাসিত)-এর এন এস এস বিভাগ ও শিক্ষা বিজ্ঞান বিভাগের যৌথ উদ্যোগে অনলাইনে একটি এক দিবসীয় আন্তর্জাতিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের "পিস এন্ড কনফ্লিক্ট স্টাডিজ" বিভাগের এসোসিয়েট প্রফেসর ড.সাবের আহমেদ চৌধুরী।এছাড়াও মূল্যবান বক্তব্য রাখেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ফিলজফি এবং লাইফ ওয়ার্ল্ড বিভাগের প্রধান ও এনএসএস-এর কো-অর্ডিনেটর ড.তপন কুমার দে এবং বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের অধ্যাপক শঙ্কর কুমার আচার্য ।আলোচনার বিষয় ছিল বর্তমান পরিস্থিতির সাপেক্ষে অত্যন্ত প্রাসঙ্গিক একটি ভাবনা, "করোনা কালে মানবিক মূল্যবোধ "।সমগ্র অনুষ্ঠানটি কলেজের অধ্যক্ষা ড.জয়শ্রী লাহার তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছে।সক্রিয় সহযোগিতা করেছেন অধ্যাপিকা দেবযানী মুখোপাধ্যায়, নির্মাল্য সিংহ, সুদেষ্ণা রাণা,পার্থ প্রতিম রায়,সাগেন সরেন,নীলাঞ্জনা চক্রবর্তী প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন