আটপৌরে কবিতাগুচ্ছ ~১২/৩ || "আই-যুগ"-এর কবিতা
১. লেনিন থেকে শুরু হোক
কাউয়াসংসদ। সাধারণ। অসাধারণ।
ক্রাশড
লম্বাপায়ের পররাষ্ট্রনীতি সামান্য বাঁকা।
২. সাদাফড়িংয়ের মাত্র একঝলক
ধমকচমক। অট্টহাসি। নুনমাটি।
গচ্চা-সচেতন
হয়ে থাকলাম দ্বারপত্র হারিয়ে।
৩. এঁচোড়ের আঠা পচিলে কি হয়
গাহিব-কি। বলিব - কি। নাচিব-কি।
মরিলে
কানে কানে বলিস ছোটলোকোমি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন