আটপৌরে কবিতাগুচ্ছ ~১২/১ || "আই-যুগ"-এর কবিতা
১. অতি সামাজিক ব্যাপার
ধোঁয়াময়। প্রাণময়। বাঙ্ময়।
পার্শ্ববর্তী
ফোনে কান পেতে সবাই।
২. লম্বা টর্নেডোর জার্নি
দোষারোপ। ভেদারোপ। আবেগারোপ।
পচনসমৃদ্ধ
হাত ধোওয়া মোছা চলছে।
৩. ইয়ার্কি নয় মোটেই
বরাদ্দ । প্রস্তাবিত । পরিকল্পিত ।
অতিরিক্ত
ভ্রূণের জন্য একটাই লাইন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন