আটপৌরে কবিতাগুচ্ছ ~১১/৬ || "আই-যুগ"-এর কবিতা
১. কর খোল বলে খল ব্যাকরণ
শিশুভোলানো । পোষাকভোলা। নাড়িছলাৎ।
চাঁদজননী - ঘুম
বানানযাত্রা তুমি তফাৎ যাও।
২. কিশোরকিশোরী গুচ্ছবিনুনী
বৌকথাকও-রোদ্দুর। চোখমোছা-কাজল। এইইসেই -প্রত্যয়।
বাটাহলুদ-রোদ
সকালের ফ্রক সন্ধ্যায় শাড়ি।
৩. নিদ্রাপলায়নকর ইতিহাস
ধ্বস। ঘূর্ণিঝড়। লাভাস্রোত।
অন্বেষণ
শেষে কমলাস্কার্ট বৌকথাকও হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন