আটপৌরে কবিতাগুচ্ছ ~১১/৫ || "আই-যুগ"-এর কবিতা
১. যে সব মজা মজে খুব
রোবটপ্রাণ । বহুস্রোতা। ধুলোঝড়গেলা।
তেজমন্থন
সাবান ধুনকিতে চলে গেছে।
২. পেপার পারাবারের তিরে
আয়নামেঘ। আর্টপেপার। পেচকমোহন।
চরণতলে
লংশটের চিমটে সাদা মেঘ।
৩. মৃত ঘুড়িদের প্রদর্শশালা
আঙন-বাগান । মধ্যম-মধ্যম । গান্ডুলাম ।
নায়কনায়িকা
কৈশোর-বোকামি ফেটে মেঘ জমেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন