আটপৌরে কবিতাগুচ্ছ ~১৪/৫ || "আই-যুগ"-এর কবিতা
১. লোডশেডিং হবে অজানিত
পতিতজমি। শবক্ষেত্র । পচাশরীর ।
নক্ষত্রশিকারীর
ছায়া ভেংচি কাটল হঠাৎ ।
২. বিশ্রাম সাবধান অ্যাকশন
বোধন-পর্ব । রোদন - পর্ব । নিধন - পর্ব ।
গুলিগালা
পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে।
৩. ঠোঁটে দাঁড়সহ ওড়ে পাখি
পেয়ারা । আপেল । কমলালেবু ।
অনধিকার
বেদানার রক্তাক্ত আর্তনাদ ছড়িয়েছি ।
পতিতজমি। শবক্ষেত্র । পচাশরীর ।
নক্ষত্রশিকারীর
ছায়া ভেংচি কাটল হঠাৎ ।
২. বিশ্রাম সাবধান অ্যাকশন
বোধন-পর্ব । রোদন - পর্ব । নিধন - পর্ব ।
গুলিগালা
পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে।
৩. ঠোঁটে দাঁড়সহ ওড়ে পাখি
পেয়ারা । আপেল । কমলালেবু ।
অনধিকার
বেদানার রক্তাক্ত আর্তনাদ ছড়িয়েছি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন