শুক্রবার, ২৩ জুলাই, ২০২১

আটপৌরে কবিতাগুচ্ছ ~১৪/৩ || "আই-যুগ"-এর কবিতা দেবযানী বসু || Atpoure poems, Debjani Basu

 আটপৌরে কবিতাগুচ্ছ ~১৪/৩ || "আই-যুগ"-এর কবিতা

দেবযানী বসু || Atpoure poems, Debjani Basu






আটপৌরে ১৪/৩

১. পুরানো দিনের ইনানোবিনানো

ফানুস । ঘুড়ি । মানুষ ।
           উড়োনচন্ডী
দেয়ালে ধাক্কা লেগে ফিরছে।

২. হাতের লেখা আলতামিরায়

বেঞ্চজাগরণী। চড়কডাঙা । জলজছবি।
                     খেলাধুলা
বিদ্যালয়টি খেলাঘরের আলোয় উদ্ভাসিত।

৩. ছাতিমগাছের আত্মকথা

রোদবোধ । বনানীতবক । প্রেমপ্রধান ।
                তথ্যচিত্র
সাইকেলটি গিরগিটির সিংহাসন ছুঁয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...