আটপৌরে কবিতাগুচ্ছ ~১১/৩ || "আই-যুগ"-এর কবিতা
১. রাগ সাধনার যজ্ঞসানাই
দিগভ্রম । খোয়াখোয়াব । আঁখিতেআঁখিতে ।
আরশিবুকে
এক চিমটে লবণের কুসুমহিল্লোল।
২. বুড়ো আঙুলের হোঁচটেই অধিকার
দুর্ঘটনাপ্রবণ ।খরমুখরতা । ক্ষরণশীলতা ।
অস্থির
ধূমকেতু খোলস ছাড়ছে আনন্দে।
৩. ইয়্যু সাথ সাথ চলছি
আধাখ্যাঁচড়া। আধান্যাংটা । আধাকার্তিক ।
কারুজ
আবক্ষ হবার প্রাকমুহূর্তটুকু বিদ্যমান।
দিগভ্রম । খোয়াখোয়াব । আঁখিতেআঁখিতে ।
আরশিবুকে
এক চিমটে লবণের কুসুমহিল্লোল।
২. বুড়ো আঙুলের হোঁচটেই অধিকার
দুর্ঘটনাপ্রবণ ।খরমুখরতা । ক্ষরণশীলতা ।
অস্থির
ধূমকেতু খোলস ছাড়ছে আনন্দে।
৩. ইয়্যু সাথ সাথ চলছি
আধাখ্যাঁচড়া। আধান্যাংটা । আধাকার্তিক ।
কারুজ
আবক্ষ হবার প্রাকমুহূর্তটুকু বিদ্যমান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন