আটপৌরে কবিতাগুচ্ছ ~১৩/৩ || "আই-যুগ"-এর কবিতা
১. কর্নিকে গেঁথে তোলা বরফপাহাড়
সাদামেঘ। নীলপাহাড় । বৃষস্কন্ধ ।
জন্মায়
কাঁচির পায়ের ফাঁকে নদী।
২. সহজকোণে উড়ছে পাখিবুলি
তুলো-কুয়াশা। মেঘভাসাচোখ । ফাটাফাটি ।
ফিনফিনে
হাওয়ামাত্রা কুড়ি মাইক্রন প্লাস্টিক।
৩. চল্লিশ হাজার আলোকবর্ষ পেরিয়ে
ছদ্মবেশী । জিরো-গতিবেগ। সচলদৃশ্য।
মিত - প্রেমিক
দুটি বিছানা একটি বেহালা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন