আটপৌরে কবিতাগুচ্ছ ~১২/৬ || "আই-যুগ"-এর কবিতা
১. রোজ শিশিরাঙ্ক ছুঁয়ে যাওয়া
হুমহুমদিল । কলকাত্তাই-গুড়িয়া। ডুলিপালকি।
আদুকণ্ঠী
দেবতাসুলভ জিভ ভ্যাঙানোরই জন্য।
২. লিখে রেখে কি আর হবে
শিকলকাটা। শিকড়কাটা। নাড়িকাটা।
চাপমুক্ত
শাড়িরা নদীজন্ম পেয়ে ভেসেছে।
৩. দিনের তারাটি ঘাম মোছে
হাঁসপরিবার। পদ্মমনিহার। ধানপ্রান্তর।
দুধভাত
আবার শুশুকভাসা গঙ্গার কুমারীত্বলাভ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন