শনিবার, ১০ জুলাই, ২০২১

আটপৌরে কবিতাগুচ্ছ ~১২/৪ || "আই-যুগ"-এর কবিতা দেবযানী বসু || Atpoure poems, Debjani Basu

 আটপৌরে কবিতাগুচ্ছ ~১২/৪ || "আই-যুগ"-এর কবিতা

দেবযানী বসু || Atpoure poems, Debjani Basu


আটপৌরে ১২/৪

১. সমগ্ৰ কী-বোর্ডটি বেদনাময়

কথাঙ্গিনী। ব্যথাঙ্গিনী । রম্যাঙ্গিনী ।
               সৈনিকের
ক্ষুদজাউ রান্না করে মনে মনে।

২. পদে পদে মাস্টারস্ট্রোক

ভাতঘুম। ভাতক্ষিদে। ভাতকাপড় ।
             সুদেআসলে
ভাতপ্রণয় বেড়ে সমাসের ব্যাসবাক্য।

৩. ছুঁ কিতকিত খেলায়

গলাটেপা। হাতুড়িমারা। ছুরিমারা।
               ব্রেকাপ
ঘরানা বজায় রাখল জনক-জননী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...