শুক্রবার, ৪ জুন, ২০২১

শব্দব্রাউজ ২০১ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse, Nilanjan Kumar

 শব্দব্রাউজ ২০১ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse, Nilanjan Kumar



শব্দব্রাউজ ২০১। নীলাঞ্জন কুমার


বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা ৩।৬।২১ । সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট । বিরহ যখন স্মৃতি হয়ে যায় তখন দুঃখ আরো বেশি চাগাড় দেয় ।
যতই আনন্দ থাক বিরহের মুখোমুখি মানুষকে হতেই হয় ।


শব্দসূত্র  : বিরহ দিয়ে গেলে


১।

নিস্ফল প্রেম বিরহ ডেকে আনে ।
তা স্মৃতি হলে তাকে নিয়ে কাটে
সময় ।

২।

বারবার ফিরে আসা বিরহ
দূঃখ দিতে জানে। প্রেমিক
সত্তা চাগাড় দেয় ।

৩।

সমূহ বিরহ এসে গেলে
সঙ্গে আসে  অভিমান ।
' বিরহ বড় ভালো লাগে '
গানে শোভা পায় । বাস্তব
আরেক রকম ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...