মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

শব্দব্রাউজ ২১২ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse, Nilanjan Kumar

 শব্দব্রাউজ ২১২ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse, Nilanjan Kumar

শব্দব্রাউজ ২১২ || নীলাঞ্জন কুমার

বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা ১৪ । ৬। ২০২১ সকাল সাড়ে আটটা ।


শব্দসূত্র  :  অন্ধকার জড়িয়ে আছি


অন্ধকার । সর্বাঙ্গে জড়িয়ে নিজেকে অন্ধকারের
সঙ্গী করে তুলি । বড় বেশি অদৃশ্য হওয়ার মতো
সময় আমার কাছে আজন্ম ছড়ান বলে,  তাদের
নিয়ে শান্তি পাই  । অন্ধকার আমায় প্রেম করে ।
আমি তাকে ভালোবাসি একাত্ম হয়ে ।


এই আমি জড়ালাম অন্ধকারের চাদর । নিজেকে
নিঃস্ব দেখাতে গিয়ে সব অহংকার জলান্ঞ্জলী
দিলাম । আহা! এইতো আমার সাধনা ।


আছি অজ্ঞাতে । ভাবনার ভেতর দিয়ে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...