নীলিমা সাহা-র আটপৌরে ৪৬-৪৮
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems
নীলিমা সাহার আটপৌরে
৪৬) সইয়ে নিচ্ছো তাপ
শুশ্রূষা
খুঁজতে সেই আগুনেই ঝাঁপ
৪৭) মাসেতুর মুখেই ক্ষতদাগ
দুর্বোধ্য
মৃত্যুব্রত উদ্যাপন করছে মনস্তাপ
৪৮) তুমিও সফল নও
জেনো
ফলফুলপাতাবিহীন বৃক্ষ তবু বৃক্ষই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন