নীলিমা সাহা-র আটপৌরে ৪৩-৪৫
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems
নীলিমা সাহার আটপৌরে
৪৩) দিগন্ত ব্যাপী জলজ হুল্লোড়
ভেতর-সিঁড়ি
বিপন্ন,যুধিষ্ঠির অথর্ব জরতপ্ত
৪৪) আরুণি আল আগলায়
জলদর্পণে
নিরুচ্চার আবর্ত,পাঁজরে আর্তনাদ
৪৫) ঠাঁই দাঁড়িয়ে দেখছি
মহেঞ্জাদড়ো
সতর্ক প্রহর ঘুমস্তব্ধ সভ্যতায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন