নীলিমা সাহা-র আটপৌরে ৩৭-৩৯
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems
নীলিমা সাহার আটপৌরে
৩৭) আছি না-আছির ধন্ধে
নিত্য
মঞ্চ জীঈয়ে রাখে পুতুল-নাচ
৩৮) শেয়ারবাজার ওঠানামা বিশ্বাবর্ত
খুঁজি
নিজেকেই অক্ষরবৃত্তের রহস্য-নামচায়
৩৯) গাছমূল বেয়ে জট
কাঠবেড়াল
এক জীবনে কীভাবে খুলবে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন