নীলিমা সাহা-র আটপৌরে ৩৪-৩৬
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems
নীলিমা সাহার আটপৌরে
৩৪) ডুমুর ফুলের আবডালে
সন্ধ্যাভাষা
অপাঙ্গে নিরালায় খেলে তৃষ্ণাজল
৩৫) না-ঘুম রাত্রির উজান
দরদর-মন
চক্কর দেয় প্রবাহিণী পাড়
৩৬) ঘর খুঁজতে খুঁজতে
প্রবাসীর
ওড়পাড় আষাঢ়,বৃষ্টিস্নাত চাহতা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন