নীলিমা সাহা-র আটপৌরে ১০-১২
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems
নীলিমা সাহা-র আটপৌরে ১০-১২
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems
১০।ঝুঁকে আছে মেঘ
নির্জলা
পুড়ছে জীবিত অক্ষরের সনেটগুচ্ছ
১১।অযুত হাতের হা-উল্লাস
চোরজীবন
হাওয়ায় হাওয়ায় ছলছল হুতাশ
১২।ছায়ার বাকলে মা-গাছ
বহুরূপী
নেপথ্য ক্যানভাসে দিবারাত্রির মেলট্রেন
👇 👉 Click here for registration...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন