নীলিমা সাহা-র আটপৌরে
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems
পৃথিবীর দিনগুলো
----------------
১। কামাদিকুসুম না-ছোড় মায়ামোহ
চক্রব্যূহ
কবে থেকে পৃথিবীটা অসুখে
২। বৃষ্টিচক্র ।বক্রপথ।কাদাপাঁক
বিস্ফারিত
ক্ষয়ের গন্ধ ।দেউলিয়া ।মহাকাল
৩।ক্ষরণ।সহন।বহন
দহনভারে
পিছলে যায় আলোর প্রতিফলন
অভিনন্দন কবিকে এই প্রথায় কবিতা লেখার জন্য।
উত্তরমুছুনকবির সার্থকতা আটপৌরে জীবনেও আলো-ছোঁয়ায়।
উত্তরমুছুনঅসুখ-ক্ষয়-দেউলিয়া জীবনেও আশা-আলোয়।
দারুণ দ্যোতনা।
উত্তরমুছুন