সোমবার, ২১ জুন, ২০২১

যোগে ফেরো দিন || সৌমিত্র রায় || IDY,Poem,

যোগে ফেরো দিন

সৌমিত্র রায়



ক্ষেতখামারে পাখির দীর্ঘশ্বাস,

পতঙ্গদের ইতিহাস লেখে ছায়া,

তোমার হৃদয়ে কোন বাসনার বাস,

চেতনায় শুধু আঁকড়ে ধরেছো কায়া ৷৷


মেঘেরা বলছে মিছে কবি কেনো ভাবো,

উড়ে উড়ে তারা দেখে পৃথিবীর রূপ,

বিয়োগের দিনে তবু আশা বাঁধে কবি,

যোগে ফেরো দিন, আলো দাও অরূপ ৷৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...