যোগাসন
শান্তনু পাণ্ডা
যোগাসন শরীর ও মনের
অলসতা দূর করে,
আত্মসংযম ও একাগ্রতা আনে মনে ।
আত্মনির্ভরতা ও শৃঙ্খলা বোধ তৈরি করে।
যোগব্যায়াম তৈরি করে
ভক্তি, শ্রদ্ধা, বিনয় ও নম্রতা
শালীনতা, দৃঢ়তা ও ধৈর্যশিলতা ।
যোগা আনে আত্মবিশ্বাস ও শিষ্টাচার।
জনস্বাস্থ্য এর পরিচালক যোগসন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন