জীবনে যোগ
অরবিন্দ মুখোপাধ্যায়
যোগীরাজের সংসারে মন আর আত্মার প্রেম
পর্বতের মত অটল স্থিতধী প্রাকৃতিক ফ্রেম
আত্মা লভে পরমাত্মার সখ্য
অন্তবিহীন সম্ভাবনায় দক্ষ
বিশ্ব পরিব্রাজক যোগ বিতরে বিচ্ছুরিত আলো
স্বাধীন দেহে স্বাধীন মনে দূরীভূত করে যতেক কালো
সূর্যের মত যোগ জীবনের প্রহরী
জনসমুদ্রে স্বাস্থ্যে উঠেছে লহরী
প্রাণবায়ু আজ চেতনায় মিশে
জয়গান গাহে জীবনের
শৃঙ্খল ভেঙ্গে শৃঙ্খলা জাগে
বিপ্লব আহা এ কি মনের ।
----------------------------------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন