স্থির লক্ষ্য
বিদ্যুৎ ভট্টাচার্য্য
উপন্যাসের পাতায় মগ্ন ছিলাম সেদিন,
চেতনার রং এ রাঙানো ছিল আমার মন।
পথটা ছিল বিষম চড়াই- উতরাই,
তবু লক্ষ্য ছিল স্থির।
আমার আশপাশের লতাপাতা গুলো সেদিন ভাঙতে পারেনি আমার মনোবল,
পারেনি আমায় আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরতে।
কারণ সেদিন আমার লক্ষে আমি স্থির ছিলাম।
আর মন থেকে বিশ্বাস করতাম যে লক্ষ্যে স্থির থাকলে কোনো কাজ ই থমকে থাকে না।
জীবনে চলার পথে হোঁচট খেতে খেতে
আজ আর তেমন কষ্ট হয় না।
লাগে না আঘাত পদপৃষ্ঠে,
আহত হয় না এ হৃদয়।
অমোঘ সীমাহীন পথে আসমুদ্র হিমাচল পেরিয়ে
আজ একাকী পৌঁছে যেতে পারি শৌরযের শেষ
চূড়ায়।
এ পৃথিবী যতোই আমায় পেছনে টানুক না কেন
পারবে না আমায় থামাতে।
কারণ আমি অদম্য, আমি অসীম।
চেতনার রং এ রাঙিয়ে মন ,
শত অবহেলাকে দিয়েছি বিসর্জন।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন