আটপৌরে কবিতাগুচ্ছ- ৭/৭|| "আই-যুগ"-এর কবিতা
দেবযানী বসু || Atpoure poems, Debjani Basu
১. বাদামি বোতাম ঝলসায়
বোঁচকাসংসার । ফক্কাসিন্দুক । শনিবাসর ।
গ্যাঁড়াকল
থেকে প্লাবণ সৃষ্টি ভাসায়।
২. বিস্ময়চিহ্ন ফোটে নৌকার তলপেটে
করুণামেঘ । জলমান্দাস । মধ্যমানোঙর ।
ক্ষমতাবান
ক্ষমতা তোমাকে মোলায়েম করবে ।
৩. এখন সঙ্গত জপে অজপাতে
দৃষ্টিবিরোধী । অমৃতদৃষ্টি । অণৃতদৃষ্টি ।
ভেল্কিখেলানো
দিবস লেগেছে দিনের গায়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন