আটপৌরে কবিতাগুচ্ছ- ৭/৫ || "আই-যুগ"-এর কবিতা
দেবযানী বসু || Atpoure poems, Debjani Basu
১. শ্মশান উধাও মৃতদের
শব্দখেলা । শব্দকেলি । শব্দকলা ।
আপাদমস্তক
শবপোষাকের উপরিপাওনা কাড়ছে কেউ।
২. বাড়ি ফিরেছে এই সৌন্দর্য
ইড়া । পিঙ্গলা । সুষুম্না ।
ঝুলনমেলা
কেবল্-তারের ক্যাবলামির বাড়বাড়ন্ত দেখি ।
৩. চামড়ার তৈরি বক্ষবন্ধনী
নাকের । মুখের । চোখের ।
সাহস
বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন