আটপৌরে কবিতাগুচ্ছ- ৭/৪ || "আই-যুগ"-এর কবিতা
দেবযানী বসু || Atpoure poems, Debjani Basu
আটপৌরে ৭/৪
১. লম্বা নাকের কারসাজি
মৃত । জীবন্ত । অর্ধমৃত ।
অমৃতবন্ধন
খুঁজে খুঁজে অমরমৃত্যু আনি ।
২. নদীরা নদকে চেয়েছে
মিত্রতা । জপবন্ধন । বাচিকস্নেহ ।
অফুরন্ত
মন্ত্রশব্দ মণিকর্ণিকাফুলের মতো ওড়ে।
৩. কালবৈশাখীর শাখিয়া
জলসলিল । বালুবালুকা । হিরণ্যহিরে ।
মাপামাপির
বেলায় কাল্পনিক বৌবঁধুয়া হাজির।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন