আটপৌরে কবিতাগুচ্ছ ~১০/৭ || "আই-যুগ"-এর কবিতা
১. টুটাফুটা হারিয়ে দিও মালিক
ছুঁড়িনাগিন । ছুরিকা । ঝিল-ঝিলেরমিল ।
ভিক্ষাপ্রার্থী
সিঁদুরে রাঙানো কৃষ্ণচূড়াটি ছুপারুস্তম ।
২. এক কাপ তেঁতো সত্য
গাঙপাড় । সহজ-বালক-পাঠ । রঙ্গনিধি ।
হাসছে
কাশবনের হরিণী নদীস্রোতেরও বেশি ।
৩. হরপ্পা মানুষের সন্ধানে ডাকিনী
দুর্গ- বিধ্বস্ত। পরিখা-মৃত । পথ-অবমানিত।
বাস্তবিক
আবছামানুষের হাতে জাগ্ৰত কুলটাকুন্ডলিনী।
ছুঁড়িনাগিন । ছুরিকা । ঝিল-ঝিলেরমিল ।
ভিক্ষাপ্রার্থী
সিঁদুরে রাঙানো কৃষ্ণচূড়াটি ছুপারুস্তম ।
২. এক কাপ তেঁতো সত্য
গাঙপাড় । সহজ-বালক-পাঠ । রঙ্গনিধি ।
হাসছে
কাশবনের হরিণী নদীস্রোতেরও বেশি ।
৩. হরপ্পা মানুষের সন্ধানে ডাকিনী
দুর্গ- বিধ্বস্ত। পরিখা-মৃত । পথ-অবমানিত।
বাস্তবিক
আবছামানুষের হাতে জাগ্ৰত কুলটাকুন্ডলিনী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন