সোমবার, ২১ জুন, ২০২১

আটপৌরে কবিতাগুচ্ছ- ৯/৬ || "আই-যুগ"-এর কবিতা দেবযানী বসু || Atpoure poems, Debjani Basu

 আটপৌরে কবিতাগুচ্ছ- ৯/৬ || "আই-যুগ"-এর কবিতা

দেবযানী বসু || Atpoure poems, Debjani Basu


আটপৌরে ৯/৬

১. লক্ষ্যার্থে ধুয়ে ফেলা হাত ।

উলুখড় । ঝাঁঝরা । পতঝড় ।
            মনোহর
নক্ষত্রযুদ্ধের শেষে মোহ ভাঙচুর ।

২. ঘুমঘোরে ঠোঁটের চলাফেরা

ক্রৌঞ্চনিষাদ । ক্রৌঞ্চবিষাদ । ক্রৌঞ্চআহ্লাদ ।
                  উধাও
উত্তর ও দক্ষিণ গোলার্ধের  বঁধূ।

৩. সান্ত্বনা প্রথম বকুলফুলে

মন্দারমনি। মালতীপুর। রাসমালঞ্চ ।
                     খেজুররস
পুরানো ফর্ম আত্মহত্যা দোষদুষ্ট।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...