আটপৌরে কবিতাগুচ্ছ- ৯/৪ || "আই-যুগ"-এর কবিতা
দেবযানী বসু || Atpoure poems, Debjani Basu
১. কৃষ্ণচূড়ায় কৃষ্ণচূড়ায় কতো পার্থক্য
শরীরতত্ত্ব । ঘাটতত্ত্ব । গ্ৰন্থিতত্ত্ব ।
আলগা
ঝুলন্ত আগ্ৰহ নিয়ে মরণোন্মুখ ।
২. পৃথিবী জন্মের কষ্ট লিখি
তেঁতুলগাছ । পাকুড়গাছ । বাওবাবগাছ ।
শুষ্কনালীশিরা
চোখে জাতীয় সঙ্গীত গায়।
৩. শাস্ত্র পিটিয়ে হাতে কড়াদাগ
মানবী । দেবী । পিশাচিনী ।
অপুষ্টি
দেহমনে বাসা বেঁধে জয়ী।
শরীরতত্ত্ব । ঘাটতত্ত্ব । গ্ৰন্থিতত্ত্ব ।
আলগা
ঝুলন্ত আগ্ৰহ নিয়ে মরণোন্মুখ ।
২. পৃথিবী জন্মের কষ্ট লিখি
তেঁতুলগাছ । পাকুড়গাছ । বাওবাবগাছ ।
শুষ্কনালীশিরা
চোখে জাতীয় সঙ্গীত গায়।
৩. শাস্ত্র পিটিয়ে হাতে কড়াদাগ
মানবী । দেবী । পিশাচিনী ।
অপুষ্টি
দেহমনে বাসা বেঁধে জয়ী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন