আটপৌরে কবিতাগুচ্ছ- ৯/৩ || "আই-যুগ"-এর কবিতা
দেবযানী বসু || Atpoure poems, Debjani Basu
১. উপহার আসে মহাকাশ বেয়ে -২
জলছড়া । ফুলছড়া । খইছড়া ।
ক্যামেরা
লাঙলচষা পথে পথে ঘুরছে।
২. উপহার আসে মহাকাশ বেয়ে - ৩
একাগ্ৰমুখ। ওড়নাবিহীন । অপরাজিতা ।
শিশির-নগ্নতা
বুকে জড়িয়েও ধ্যান অধোমুখ।
৩. নদীর চলনে লাগে কথ্থক
নীল-সমস্যা । কালশিটে। লাল- সমাধান ।
দেহ
সঙ্গম পরবর্তী মোহনায় ভাসছে।
জলছড়া । ফুলছড়া । খইছড়া ।
ক্যামেরা
লাঙলচষা পথে পথে ঘুরছে।
২. উপহার আসে মহাকাশ বেয়ে - ৩
একাগ্ৰমুখ। ওড়নাবিহীন । অপরাজিতা ।
শিশির-নগ্নতা
বুকে জড়িয়েও ধ্যান অধোমুখ।
৩. নদীর চলনে লাগে কথ্থক
নীল-সমস্যা । কালশিটে। লাল- সমাধান ।
দেহ
সঙ্গম পরবর্তী মোহনায় ভাসছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন